শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদুল আজহায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের মতবিনিময়

 

সড়ক ও বিপনিবিতানসহ সর্বস্তরে বাড়তি নজরদারি : সহযোগিতা কামনা

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদুল আজহা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ নানামুখি পদক্ষেপ নিয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার কাজে পুলিশকে সার্বিক সহযোগিতারও আহ্বান জানানো হয়েছে।

গতকাল রোববার সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়সভায় পুলিশ সুপার আব্দুর রহীম শাহ চৌধুরী সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। সভায় শিল্প ও বণিক সমিতি, দোকান মালিক সমিতি ও বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী। তিনি বলেন, সর্ব সাধারণের সকল প্রকার নিরাপত্ত নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক পাশে থাকবে। তবে সকলকে সহযোগিতা করতে হবে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা থাকলে অপরাধীরা অপরামূলক কাজ করে পার পাবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নওশের আলী, অতিরিক্ত পুলিশ সুপার ছালেহ উদ্দিন, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহীম, আলমডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব পিপিএম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব খান, সড়ক ও পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম, ট্রাক মালিক সমিতির সাইফুল হাসান জোয়ার্দ্দার, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ নাসির উদ্দিন, চেম্বার অব কমার্সের পরিচালক সালাউদ্দিন জোয়ার্দ্দার মোর্তুজা, সহসভাপতি শাহরিন হক মালিক, বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভাপতি এম. জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি আব্দুল হালিম, দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক ইবরুল হাসান প্রমুখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হলে সকলের সার্বিক সহযোগিতায় কমতি থাকবে না  বলেও জানান।