লালমনিরহাটে অবরোধকারীদের ওপর গুলি করলেন রাঙ্গা

স্টাফ রিপোর্টার: লালমনিরহাট-১ আসনে হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র জমা দিয়ে অবরোধকারীদের ওপর গুলি করলেন জাপা নেতা মশিউর রহমান রাঙ্গা। তিনি ফাঁকা গুলি করলেও বিশৃঙ্খলায় ১২জন অবরোধকারী আহত হয়। এ নিয়ে অবরোধকারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, মশিউর রহমান রাঙ্গা লালমনিরহাটে এরশাদের মনোনয়নপত্র জমা দিয়ে বিকেল সাড়ে ৫টায় রংপুরে ফেরার পথে মহেন্দ্রনগরে তাকে অবরোধ করা হয়। এ সময় শ শ অবোরধকারী গাছের গুঁড়ি দিয়ে পথ রোধ করে। জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা এ সময় তার নিজ পিস্তলের ১৭ রাউন্ড গুলি ছোড়েন। এ সময় রাঙ্গার সহযোগীরাও কয়েক রাউন্ড বন্দুকের গুলি ছোড়ে। জাতীয় পার্টির সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ আসনের এরশাদের পক্ষে তিনি লালমনিরহাট জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করে মগেন্দ্রনগর এলাকায় গেলে বিএনপিসহ ১৮ দলীয় নেতা-কর্মীরা তার ওপর হামলা চালায়। ফাঁকা গুলি ছোড়ায় কেউ হতাহত হয়নি।