র্কাপাসডাঙ্গার সড়করে বহোল দশা : পচি রাস্তায় হাটু কাঁদা

শরফি রতন: দামুড়হুদা উপজলোর র্কাপাসডাঙ্গা গ্রামরে মাঝপাড়ার ডা. আবুল কাশমে সড়করে পচি রাস্তায় একটু বৃষ্টি হলইে এক হাটু কাঁদাসহ পানি জমে থাক।ে সাধারণ মানুষজন যাতায়াতরে জন্য চরম ভোগান্ততিে পড়ছে।ে পাড়ার সাধারণ মানুষরে অভযিোগ রাস্তার এই সমস্যাটি র্দীঘদনিরে। সমস্যাটি সমাধানরে জন্য যনেো দখোর কউে নইে। র্কাপাসডাঙ্গা গ্রামরে কয়কেটরি পাড়ার পাকা রাস্তায় একটু বৃষ্টি হলইে পানি জমে থাকে কন্তিু অন্য রাস্তার তুলনায় এই রাস্তাটতিে একটু বৃষ্টি হলইে সাধারণ মানুষরে ভোগান্তীর শষে থাকে না। প্রায় ১শ পরবিার এই সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে।ে পাকা রাস্তায় এক হাটু কাঁদা জমে থাকে বষিয়টি হাস্যকরে পরণিত হয়ছে।ে বৃষ্টি হলে বৃষ্টরি পানি বরে হতে পারে না যমেন তমেনি পাড়ার প্রত্যকেটি বাড়রি উঠানরে পানি রাস্তায় এসে জমে থকেে পানি বরে হওয়ার কোনো সুযোগ নইে। রাস্তার দু ধারে যদি পানি নস্কিাশনরে ব্যবস্থা থাকতো তাহলে পানি জমার কোনো সুযোগ থাকতো না বলে মনে করে পাড়া মহল্লাবাসী। র্কাপাসডাঙ্গা ইউনয়িন যুবলীগরে সাবকে সভাপতি আব্দুস ছালাম বশ্বিাস জানান, এই পাকা রাস্তাটরি সমস্যা র্দীঘদনিরে। একটু বৃষ্টি হলইে পানি জমে এক হাটু কাঁদার সৃষ্টি হয়, যার ফলে যাতায়াতরে জন্য চরম ভোগান্ততিে পড়তে হয় আমাদরে। বষিটরি প্রতি স্থানীয় ইউপি চয়োরম্যান খললিুর রহমান ভুট্টোর সুদৃষ্টি কামনা করছেে ভুক্তভোগী মহল্লাবাসী।