রোহিঙ্গাদের বিয়ে পড়ালে কাজির শাস্তি

 

স্টাফ রিপোর্টার: রোহিঙ্গার বিয়ে নিবন্ধন করলে সংশ্লিষ্ট কাজিকে শাস্তি পেতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।জেলা প্রশাসকসম্মেলনের শেষ দিন গতকাল বৃহস্পতিবার সভাশেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সাথে বাংলাদেশিদের বিয়ে অবৈধ। কোনো কাজী যদি এই বিয়ে নিবন্ধনবা রেজিস্ট্রি করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে একটিপরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।মিয়ানমারের নাগরিক ৫ লাখের বেশি রোহিঙ্গাশরণার্থী হিসেবে বাংলাদেশে রয়েছে, যার ক্ষুদ্র অংশ শরণার্থী শিবিরে রয়েছে।দু যুগ আগে বাংলাদেশে আশ্রয় নেয়ারোহিঙ্গারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে। অনেকে বাংলাদেশি পাসপোর্টবানিয়ে ধরাও পড়েছেন।সম্মেলনে আইন মন্ত্রণালয়ের অধিবেশনেজেলা প্রশাসকরা যুব সম্প্রদায়ের ওপর মাদক ও জুয়ার প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন।এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আইনি ব্যবস্থা নেব, বলেন আনিসুল হক।ভ্রাম্যমাণআদালতের আওড়া বাড়ানোর প্রস্তাবও জেলা প্রশাসকরা দিয়েছেন।আইনমন্ত্রীবলেন, শাস্তির মেয়াদ দু বছরইথাকবে। সময় বাড়ানো প্রয়োজন নেই বলে আমি মনে করি।