রাবিতে ২১ হাজারেরও বেশি ভর্তিচ্ছুর মধ্যে ইংরেজিতে পাস করেছে ২৫ জন!

স্টাফ রিপোর্টার: ভর্তি পরীক্ষায় পাস বলে কিছু থাকে না, থাকে যোগ্যতা মাপার মাপকাঠি। সেই মাপকাঠির হিসেবটা একটু আলাদা হলেও নূন্যতম যোগ্যতাটুকু শর্তে আওতায় নেয়া হতেই পারে, আর তাকে পাস বললে ভুল বলা হয় কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় কলা অনুষদের এ ইউনিটে ইংরেজিতে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২৫ জন পরীক্ষার্থী। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলো ২১ হাজার ১৬৮ জন। শর্ত ছিলো, ৩০ নম্বরের মধ্যে পেতে হবে ২২। তবে বিভাগে ১০০ আসন থাকলেও তা পেয়েছেন মাত্র ২৫ জন। বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, এ ইউনিটের মোট ১০টি বিষয়ের মধ্যে ইংরেজিতে ভর্তিচ্ছুরা উত্তরপত্রে ক ও গ অংশ পূরণ করেন। ক অংশে ৩০ নম্বরের ইংরেজি প্রশ্নের মধ্যে পাস নম্বর নির্ধারণ করা হয় ২২। তবে এবারের এ নতুন পরীক্ষা পদ্ধতিতে শর্ত অনুযায়ী নম্বর পেয়ে পাস করেছেন মাত্র ২৫ জন। এ অবস্থায়  ইংরেজিতে নম্বর কমিয়ে আবারও নতুনভাবে উত্তরপত্র মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই কারণে ওই ইউনিটের আজ ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলা, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত এবং চারুকলা, নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক আব্দুল হাই তালুকদার বলেন, ইংরেজিতে নম্বর কম পাওয়া ও মেশিন নষ্ট হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে। তবে আমরা দ্রুত ফল প্রকাশের চেষ্টা করছি। কিন্তু কতোজন ভর্তিচ্ছু ইংরেজিতে পাস করেছেন তা তিনি তা জানাতে রাজি হননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *