রাঙামাটিতে জেএসএসর দু নেতাসহ তিনজনকে গুলি করে খুন

স্টাফ রিপোর্টার: রাঙামাটির বাঘাইছড়িতে জনসংহতি সমিতির (জেএসএস) দু নেতাসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- জেএসএস’র উপজেলা সভাপতি নন্দ কুমার চাকমা (৫০), সাংগঠনিক সম্পাদক প্রিতিশ বাবু (৪০)  ও নিহত অপরজন অজ্ঞাত এক উপজাতি। স্থানীয়সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে ওই তিন ব্যক্তি বাঘাইছড়ি শিজক কলেজের সামনে একটি দোকানে চা পান করছিলেন। এসময় ৯-১০ জনের একটি সন্ত্রাসী দল তাদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে তিনজনই ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনার জন্য কারা দায়ী তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ-এর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা রফিকউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেছেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা।