রংপুর-৬ আসন ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: রংপুর-৬ আসন ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টায় সংসদ ভবনে তিনি গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। সংসদ সদস্যপদ ছেড়ে দেয়া সংক্রান্ত একটি চিঠি গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে চিঠিটি ইসি সচিবালয়ে নিয়ে যান আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার ও প্রধানমন্ত্রীর একান্ত সহকারী-২ সেলিনা রহমান। এ বিষয়ে রিয়াজুল কবির কাউসার বলেন- আজ একটি গেজেট জারি করে নির্বাচন কমিশন (ইসি) রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রীকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু নিয়মানুযায়ী একজন একটি আসনে সংসদ সদস্য থাকতে পারেন। প্রধানমন্ত্রী স্বহস্তে লিখিত একটি পত্রে রংপুর-৬ আসন ছেড়ে দেয়ার বিষয়টি ইসিকে জানিয়েছেন। ৫ জানুয়ারির নির্বাচনে রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসনে জয়ী হন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, গেজেটে ২৯০ জনের নাম প্রকাশ করা হয়েছে। নির্বাচনে জয়ী হলেও যশোর-১ আসনে শেখ আফিলউদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলামের নাম বাদ রাখা হয়েছে। এ দুজনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তাই গেজেটে তাদের নাম রাখা হয়নি। এ ছাড়াও বাকি আট আসনের কিছু কেন্দ্রে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে, তাই তাদের নামে গেজেট প্রকাশ হয়নি।