রংপুর ঢাকা মহসড়কে নৈশকোচে দুরধ্র্ষ ডাকাতি

রংপুর ঢাকা মহসড়কে নৈশকোচে দুরধ্র্ষ ডাকাতি
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ঃ রংপুর ঢাকা মহাসড়কের পীরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা সীমানায় ৩২মাইল নামক স্থানে গতকাল মঙ্গলবার  দুরধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা মহাসড়কে ৩টি গাছের গুড়ি ফেলে  প্রতিবন্ধকতার সৃষ্টি করে দুই দিক থেকে আগত যাত্রবাহী ৪ টি নৈশকোচ, বাস, ট্রাক, প্রাইভেট কার, ও সিএনজিতে ঘন্টাকাল ব্যাপী ডাকাতি করে। এ সময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে চালকদের জিম্মি করে নগদ টাকা মোবাইল ফোন সহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে নির্বিঘেœ সটকে পড়ে। একটি সিএনজির চালককে ডান হাতে ধােেরলা অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। ডাকাতদের প্রহারে আব্দুল করিম, নাজির হোসেন নামের শেরপুরের ধান ব্যাবসায়ী, ট্রাক নং-সিরাজগঞ্জ ড-১১-০০৩০৭ এর চালক মোস্তফা, গরু ব্যবসায়ী ধুপচাচিয়ার মন্ডল আহত হয়েছে। একজন চালক জানান, মোট ৩ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়া হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, যখন ডাকাতি হচ্ছিল সে সময় মহাসড়কে সান্ধ্যকালীন ডিউটির কোন পুলিশই ছিল না। ডাকাতি হবার অনেক পর পীরগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে। উল্লেখ্য, সা¤প্রতিক সময়ে পীরগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত সপ্তাহে পীরগঞ্জ খালাশপীর সড়কে একটি মোটর সাইকেল ছিনতাই ছাড়াও রাজারামপুর গ্রামে এক রাতেই ৮টি গরু চুরি হয়েছে।