যৌনপল্লিউচ্ছেদকারীদের শিরোশ্ছেদ করা উচিত : সমাজকল্যাণমন্ত্রী

 

 

স্টাফ রিপোর্টার: যেসবমাওলানা টাঙ্গাইলের যৌনপল্লি উচ্ছেদ করেছেন তাদের সৌদি আরবের আইনেশিরোশ্ছেদ করা উচিত বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ভিক্ষুক পুনর্বাসন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ মন্তব্য করেন।উল্লেখ্য, সম্প্রতি টাঙ্গাইল শহরে প্রায় দুশ বছরের পুরোনো একটিযৌনপল্লি উচ্ছেদ করেন স্থানীয় জনতা ও ধর্মপ্রাণ মুসলমানরা।নারায়ণগঞ্জেরসাত খুনের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা নিয়েমিডিয়া অনেক বাড়াবাড়ি করেছে। এজন্য মিডিয়া নিয়ন্ত্রণের জন্য সরকার নতুন আইনকরছে।

উল্লেখ্য, প্রথমবার মন্ত্রী হওয়া মৌলভীবাজার থেকে নির্বাচিত এইসংসদ সদস্য শপথ গ্রহণের পর থেকে বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ডে সমালোচিতহয়েছেন। প্রকাশ্য মঞ্চে সিগারেটে সুখটানসহ তার বিতর্কিত নানা মন্তব্য ওকর্মকাণ্ড গণমাধ্যমে বিভিন্ন সময় আলোচিত-সমালোচিত হয়।মতবিনিময়সভায়মন্ত্রী জানান, সরকার ভিক্ষুক পুনর্বাসন ও ভিক্ষুকমুক্ত দেশ গঠনে কাজ করছে।ঈদের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজধানীকে ভিক্ষুকমুক্ত করা হবে বলেওজানান তিনি।