যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

মাথাভাঙ্গা মনিটর: জরুরি রুদ্ধদ্বার বৈঠকের পর গাজায় যুদ্ধবিরতিরআহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওদিকে একই সময় ইসরায়েলি অভিযানেগাজায় নিহতের সংখ্যা ৫শ’ ছাড়িয়ে গেছে।জাতিসংঘ মহাসচিব বান কি মুন গাজায় ইসরায়েলের গোলা নিক্ষেপকে অত্যন্তন্যক্কারজনক পদক্ষেপবলে বর্ণনা করার পর নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে বৈঠকেবসে।রোববার রাতে জর্দানের অনুরোধে বৈঠকটির আয়োজন করা হয়। নিরাপত্তা পরিষদেরসবেচেয়ে দুর্বলতম পদক্ষেপ শুধু চাপ দেয়ারবিষয়ে একমত হন এর ১৫ সদস্যদেশ।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, হামাসযোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে গাজায় এ পর্যন্ত ৫০১ জন নিহত হয়েছেন। এছাড়াআহত হয়েছেন আরো ৩ হাজার ১৩৫ জন।৮ জুলাই গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর সবচেয়েপ্রাণক্ষয়ী দিন রোববারে ১০০ গাজাবাসী ফিলিস্তিনি ও ১৭ ইসরায়েলি সেনা নিহতহয়েছেন।এছাড়া সোমবার দিন শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় আরো২০ ফিলিস্তিনি নিহত হয়েছেনে। এদের মধ্যে ১৬ জন দক্ষিণ গাজার বাসিন্দা।