যুক্তরাষ্ট্রের নিকৃষ্টতমপ্রেসিডেন্ট ওবামা!

মাথাভাঙ্গা মনিটর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ‘নিকৃষ্টতম’ হিসেবে বারাক ওবামার নাম উঠে এসেছে এক জরিপের ফলাফলে। যুক্তরাষ্ট্রেরকুইনিপিয়াগ বিশ্ববিদ্যালয় পরিচালিত দেশব্যাপি এই স্বাধীন জরিপের ফলাফলগত বুধবার প্রকাশ করা হয়।জরিপে অর্থনীতি, বৈদেশিক নীতি, সন্ত্রাসবাদ, স্বাস্থ্যসেবা ও পরিবেশের মতো গুরুত্বপূর্ণবিষয়গুলো দেখভালের ক্ষেত্রে ওবামার কর্মকাণ্ডে নেতিবাচক মত দিয়েছেন মার্কিননাগরিকেরা।৩৩ শতাংশ মার্কিনি মত দিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরযুক্তরাষ্ট্রের সবচেয়ে নিকৃষ্টতম প্রেসিডেন্ট ওবামা।অন্যদিকে ২৮ শতাংশবলেছেন, ওবামার পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের নাম।জরিপের ফল অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে সেরা মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ডরিগ্যান। তাকে ভোট দিয়েছেন ৩৫ শতাংশ মার্কিনি। অন্যদিকে ১৮ শতাংশ মার্কিনিবিল ক্লিনটনকে, ১৫ শতাংশ জন এফ কেনেডিকে ও ৮ শতাংশ বারাক ওবামাকে সেরাপ্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন।
জরিপে ৩৪ শতাংশ মার্কিনি মত দেন, ডেমোক্রেটিক দলের সেরা প্রেসিডেন্ট বিল ক্লিনটন। অন্যদিকে ১৮ শতাংশ ভোটার এক্ষেত্রে ভোট দিয়েছেন কেনেডি ও ওবামাকে।
২০১২ সালে দ্বিতীয় মেয়াদেপ্রেসিডেন্ট হন ওবামা।  তবে ৪৫ শতাংশ মার্কিনি এখন বলছেন, ওই নির্বাচনেরিপাবলিকান প্রার্থী মিট রমনি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানেথাকতো। ৩৮ শতাংশ বলছেন, তখন রমনি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র সবচেয়েদুরবস্থার মধ্যে পড়তো।কুইনিপিয়াগ বিশ্ববিদ্যালয় জাতীয় জরিপের সহকারী পরিচালক টিম ম্যালয় একবিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের গত ৬৯ বছরের ইতিহাস ও ১২ জন প্রেসিডেন্টেরমেয়াদকালের মধ্যে জনপ্রিয়তায় জর্জ ডব্লিউ বুশের সাথে একদম তলায় অবস্থানকরছেন বারাক ওবামা।