যানবাহনের আকালে নাকাল যাত্রীরা

স্টাফ রিপোর্টার: রাস্তায় যানবাহন নেই। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি। যেন অঘোষিত অবরোধ চলছে দেশজুড়ে। এতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে। কর্মমুখি মানুষের দিনভর ভোগান্তি ছিলো নগরজুড়ে। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ, বেসরকারি অফিস খোলা থাকলেও বিভিন্ন রুটে গণপরিবহন চলাচল করেনি। উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রবেশদার গাবতলী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার পরিবহন ছেড়ে যায়নি। এর পাশাপাশি গুলিস্তান থেকে মাওয়াগামী পরিবহন, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার পরিবহন। তেমনি জেলা সদর থেকে রাজধানীতে কোনো পরিবহন ছেড়ে আসেনি। অন্যান্য দিনের তুলনায় রাজধানীর রাস্তায় প্রচুর রিকশা, অটোরিকশা, সিএনজি, লেগুনা, ভ্যানগাড়ি চলাচল করে। যাত্রীদের উপচেপড়া ভিড় ছিলো এসব যানবাহনে। জীবনের ঝুঁকি নিয়ে লেগুনা, হিউম্যান হলারের গেটে ঝুলন্ত অবস্থায় গন্তব্যস্থলে পৌঁছুতে অতিরিক্ত ভাড়া গুনতে হয় যাত্রীদের। অনেকে খোলা ভ্যানে করে পৌঁছান গন্তব্যে। গতকাল সকালে গাবতলী, শাহবাগ, বাংলামটর, মগবাজার, মোহাম্মদপুর, আসাদগেট, মহাখালীসহ বিভিন্ন এলাকায় অফিসগামী মানুষকে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাস না পেয়ে অনেকে রিকশায় বা হেঁটে গন্তব্যের দিকে যাত্রা করেন। বাস না থাকায় রাজধানীর প্রধান সড়কগুলো ছিলো রিকশা-ভ্যানের দখলে। বাস বন্ধ রাখার ব্যাপারে মীরপুর-মতিঝিল রুটের বিকল্প পরিবহনের ব্যবস্থাপক বলেন, নিরাপত্তার কারণে রাজধানীতে শনি ও রোববার কোনো গাড়ি চলবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *