যশোর থেকে চোরাই মবিল উদ্ধার – আটক ২

মাথাভাঙ্গা অনলাইন –  ঢাকা থেকে লুট হওয়া নাভানা কোম্পানির ৪০ লাখ টাকার মবিল যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শহরের মনিহার সিনেমা হল এলাকা থেকে এই মবিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, শনিবার চট্টগ্রাম থেকে নাভানা কোম্পানির ৪০ লাখ টাকার মবিল শুকতারা ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকা নিয়ে আসা হচ্ছিল। পরে এ মবিল ঢাকা থেকে লুট করে যশোরে নিয়ে এসে মনিহার সিনেমা হল এলাকায় রাখা হয়।এখান থেকে রোববার সকালে ঝিকরগাছায় নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে কোতোয়ালী থানা ও ঢাকার সোনারগা থানার পুলিশ মনিহার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি ট্রাক (ঢাকা মেট্টো-ড- ১৪-১১৬৬ নম্বরের) জব্দ করে। পরে ওই ট্রাক তল্লাশি করে এই মবিল উদ্ধার করা হয়। আটক করা হয় ট্রাক চালক ইসরাফিল ও আনন্দ পরিবহনের স্টাফ হাশেম আলীকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *