যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধের হুমকি

 

 

স্টাফ রিপোর্টার: যশোর-খুলনামহাসড়ক আগামী দশ দিনের মধ্যে চলাচলের উপযোগী না হলে সব ধরনের যান চলাচলবন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে যশোর জেলা সড়ক পরিবহন সমিতি। গতকাল সোমবার যশোর জেলা সড়ক পরিবহন সমিতির এক বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সভায়জেলা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর জানান, যশোর-খুলনা মহাসড়কদীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী। এখন সে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণকরেছে। এ কারণে এ মহাসড়কে এখন প্রতিনিয়তই গাড়ি দুর্ঘটনা কবলিত হচ্ছে।চলাচলের উপযোগী না থাকায় একপর্যায়ে রোববার এ সড়কে গাড়ি চলাচল বন্ধও হয়ে যায়। পরে সড়ক ও জনপথ বিভাগ গাড়ি চলাচলের ব্যবস্থা করে।সভায়নেতৃবৃন্দ আরো বলেন, যশোর টার্মিনাল থেকে নওয়াপাড়া বাজার পর্যন্তযশোর-খুলনা মহাসড়কে বড় বড় গর্ত ও খানাখন্দে পরিপূর্ণ। এ কারণে এ সড়কে যানচালাচল স্বাভাবিক রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।এর প্রেক্ষিতেমহাসড়কটি চলাচলের উপযোগী করতে সড়ক ও জনপথ বিভাগকে দশ দিনের সময় বেধে দেয়াহচ্ছে। এ সময়ের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী না হলে সড়ক পরিবহন সমিতি এইরুটে যান চলাচল বন্ধ করে দেবে।সমিতির সহসভাপতি পবিত্র কাপুড়িয়ারসভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আলী আকবর, পরিবহন সংস্থাশ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু, সড়ক পরিবহন সমিতির নেতা অসীমকুণ্ডু, আবুল কাশেম, মোহাম্মদ আলী, সাঈদ হোসেন, সুবেদার আনোয়ার হোসেন, মোহনলাল কুণ্ডু, তরুণ কুণ্ডু প্রমুখ।