যশোর কারাগারে ওয়ার্ড যুবদল নেতার মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: যশোরকেন্দ্রীয় কারাগারে সামীউজ-জামান উজ্জ্বল (৩৮) নামে ওয়ার্ড যুবদলের একনেতার মৃত্যু হয়েছে। গতকালশুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যুহয়।উজ্জ্বল শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে এবং ৩নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।পরিবারেরসদস্যদের দাবি, কোতয়ালী থানার এক দারোগা উদ্দেশ্যমূলকভাবে পেন্ডিং মামলায়তাকে আটক করে। এরপর পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয়ায়  নির্যাতন করে তাকে জেলে পাঠানো হয়। জেলে অসুস্থ হয়ে মারা গেছেন।পুলিশজানায়, প্রায় দুসপ্তাহ আগে উজ্জ্বলকে একটি সহিংসতা মামলায় পুলিশ আটক করে।এরপর তিনি জেলহাজতে ছিলেন। শুক্রবার সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লেজেল পুলিশ তাকে যশোর মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পরজরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি লিভারসিরোসিস রোগেভুগছিলেন বলে জানা গেছে।যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই)স্বপন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।