যতো ষড়যন্ত্রই হোক দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধি থেমে থাকবে না

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর বলেছেন, খালেদা জিয়া জ্বালাও পোড়াও চালিয়ে ব্যর্থ হয়ে এখন জঙ্গিবাদে মদদ দিচ্ছে। ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামানো যাবে না। বাঙালি জাতি যেকোনো কঠিন পথ অতিক্রম করতে পারে উল্লেখ করে তিনি বলেন, যতো ষড়যন্ত্রই হোক দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধি থেমে থাকবে না। দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। দেশের আলেম-ওলামা, শিক্ষক, চিকিৎসক, কৃষক-শ্রমিক-জনতা আজ ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণই দেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দেবে। তিনি বলেন, মহাজোট সরকার দেশের সার্বিক কল্যাণে কাজ করছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বিজয় আমরা অর্জন করেছি, তার সুফল দেশের সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সবসময়ই উন্নয়নে বিশ্বাসী। তাই নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সমস্ত প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যেই বর্তমান সরকার বয়স্কাভাতা বৃদ্ধি, বিধবা ভাতা বৃদ্ধি, সারের মূল্য কৃষকদের ক্রয় ক্ষমতার ভেতরে রাখা, স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদ ও রাস্তাঘাটের উন্নয়ন করাসহ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের অনেক উন্নয়ন করেছে। বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছে। শিক্ষক নিয়োগ দিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য কর্মসংস্থান ব্যাংক চালু করা হয়েছে। এ ব্যাংক থেকে বেকার যুবকেরা কোনো জামানত ছাড়াই ১ লাখ টাকা ঋণ পেতে পারে। এছাড়া নিঃস্ব-অসহায় মানুষের জন্য আশ্রয়ন প্রকল্প চালু করা হয়েছে। জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের ১ কোটি ১ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিতিপ্রস্তর উদ্বোধনকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল শুক্রবার বেলা ৪টার দিকে বাঁকা ঈদগাপাড়ায় ইউপি চেয়ারম্যান বাবলুর রহমানের সভাপতিত্বে ও আব্দুস সালাম ঈসার উপস্থাপনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, রায়পুর ইউনপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, আওয়ামী লীগ নেতা মো. শাখাওয়াত হোসেন ফরজ, ইউপি সদস্য মো. শাহাবোদ্দিন প্রমুখ।