মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর রাখার দাবিতে গাংনীতে মানববন্ধন

 

গাংনী প্রতিনিধি: বাল্যবিয়ে নিরোধ আইনের খসড়ায় (২০১৬) মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর রাখার দাবিতে মেহেরপুর গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম ও দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত মানববন্ধনের বক্তারা বিয়ের বয়সের বিষয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। বক্তারা বলেন, বাল্যবিয়ে দেয়ার প্রবণতা কিছুটা কমলেও তা একেবারে থামানো যাচ্ছে না। অসচেতনতা, সামাজিক অব্যবস্থাপনা, নিরাপত্তা ও দারিদ্রতাসহ নানান সঙ্গত কারণে বাল্যবিয়ের শিকার হচ্ছে শিশু-কিশোরীরা। বাল্যবিয়ে থামানো না গেলে দেশের উন্নয়নের অনেক সুচক বাধাগ্রস্ত হতে পারে। সংশোধিত আইনের কিছু বিষয়ে সাধুবাদ জানিয়ে কনের বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর রাখার দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে জেলা কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও হাঙ্গার প্রজেক্ট গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফজলুল হক সেন্টু, আবু সায়েম পল্টু, কাউন্সিলর মিজানুর রহমান ও অনিক প্রমুখ।