মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন ক্যাবের প্রেসিডেন্ট রফিকুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আসকার আলী, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, জেলা বাজার অনুসন্ধানকারী আকমল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খাঁ, জেলা হোটেল মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান হাফি প্রমুখ। অনুষ্ঠানে মাল্টি মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় তুলে ধরা হয়।