মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাচন সম্পন্ন

গোলাম রসুল-মিজানুর রহমান রানা পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

মেহেরপুর অফিস: গতকাল মঙ্গলবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাচন-১৩ সম্পন্ন হয়েছে। নির্বাচনে গোলাম রসুল-মিজানুর রহমান রানা পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে। সকাল ৮টা থেকে শুরু করে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের ১৭৬ জন ভোটারের মধ্যে ১৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে আলহাজ মো. গোলাম রসুল ১২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. এসকেন্দার আলী ৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহসভাপতি পদে আশাবুল হক ১৪৫ ও হাফিজুর রহমান ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এসকেন্দার-মিন্টু পরিষদের ইয়াসির আরাফাত ২৩ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান রানা ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম মিন্টু ৩৬ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন। সাংগঠনিক সম্পাদক সম্পাদক পদে সোহরাব হোসেন ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ ২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে আব্দুর রশিদ ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাদল শেখে ২৭ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে ফারুক হোসেন ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা জুয়েল পেয়েছেন ৫৫ ভোট। নির্বাহী সদস্য পদে আমিনুর ইসলাম ১৪৩ ভোট, মহাব্বত হোসেন ১৪৬ ভোট, হাবিবুর রহমান ১৪৫ ভোট, এসপি বাপ্পি ১৪৩ ভোট, নূরুজ্জামান জামান ১৪৬ ভোট, এনামুল হক ঠাণ্ডু ১৪৫ ভোট, মফিজুল ইসলাম ১৪৫ ভোট, হাজি ফরমান আলী ১৪২ ভোট, তৌফিকুল বারী বকুল ১৪২ ভোট, সুমন বিশ্বাস ১৪০ ভোট ও সাইদুর রহমান বিশ্বাস ১৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এসকেন্দার-মিন্টু পরিষদের একমাত্র নির্বাহী সদস্য প্রার্থী সোহেল হোসেন মাত্র ৩৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন-১৩’র আহ্বায়ক ছিলেন (অবসরপ্রাপ্ত) শিক্ষক আব্দুর রাজ্জাক খান। নির্বাচন পরিচালনা করেন মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক নুরুল আহম্মেদ এবং সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে আজিজুল ইসলাম দায়িত্ব পালন করেন।