মেহেরপুরে হাসপাতাল রক্ষায় মানববন্ধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেনারেল হাসপাতালে ২৫০ শয্যার ভবন নির্মাণ, শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, পরীক্ষাগার চালুসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার সকাল ১০টার দিকে হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। হাসপাতাল বাঁচাও আন্দোলন ফোরাম আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে দ্রুত সমাধানের দাবি জানানো হয়।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতাল বাঁচাও আন্দোলন ফোরামের আহ্বায়ক রাহিনুর জামান পলেন, সাংবাদিক রফিক-উল আলম, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন মিরু, ওয়াপদা মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি আবু জাফর, জাগো মেহেরপুর সংগঠক আব্দুল আলিম প্রমুখ।

উল্লেখ্য, মেহেরপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে বাড়িয়ে বছর খানেক আগে ২৫০ শয্যায় উন্নীত করে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু এখনো চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ বরাদ্দ ও ভবন নির্মাণ হয়নি। অন্যদিকে ১০০ শয্যার হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীর পদের বেশির ভাগ রয়েছে শূণ্য।