মেহেরপুরে শহীদ ৫ রোভারের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

মেহেরপুর অফিস: কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্যদিয়ে মেহেরপুরে শহীদ ৫ রোভারের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাদ আছর মেহেরপুর সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জেলা রোভারের যুগ্মসম্পাদক মাসুদুল হাসান, কোষাধ্যক্ষ মো. রমজান আলী, রোভার ফারুক হোসেনসহ এলাকাবাসী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এর আগে সকালে শহীদ ৫ রোভারের কবর জিয়ারত করা হয়।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২২ অক্টোবর রাতে মেহেরপুর থেকে রোভার স্কাউটের একটি দল ৭ম রোভার মুট ও ৯ম এশিয়া প্যাসিফিকে অংশ নেয়ার জন্য সিলেটের লাক্কাতুড়া চা বাগানের উদ্দেশে রওনা দেন। পরদিন ২৩ অক্টোবর ভোরের দিকে রোভার সদস্যদের বহনকারী বাসটি ঢাকার অদূরে মানিকগঞ্জের ধামরাই এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়লে ৫ রোভার সদস্য নিহত হন। এরা হলেন- মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক সফিউদ্দিন আহমেদ ছেলে রোভার জাভেদ ওসমান, শহিদুল ইসলাম ছেলে রোভার মনিরুল, নীলমনিহল পাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে রোভার মাসুম, সদর উপজেলার উজুলপুর গ্রামের আলী হোসেনের ছেলে রোভার মাহফুজুর রহমান ও মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের মরহুম মুন্সি মো. হেলাল উদ্দিন মাস্টারের ছেলে রোভার এসএন আমিনুল ইসলাম।