মেহেরপুরে শহীদ তারিক স্মৃতি পাঠাগার উদ্বোধন

মেহেরপুরে শহীদ তারিক স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার শহরের বোসপাড়ায় পাঠাগারের উদ্বোধন করেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ বিজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাও. মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন শহীদ তারিকের পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

শহীদ আলহাজ তারিক মো. সাইফুল ইসলাম সামাজিক ও শিক্ষার উন্নয়নমূলক যে কাজগুলো করতেন তা অব্যাহত রাখতে শহীদ তারিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা। ফাউন্ডেশনের একটি অঙ্গসংগঠন শহীদ তারিক একাডেমী। শহীদ তারিক একাডেমীর কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষার উন্নয়ন, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য ও শিক্ষিত সমাজ গঠন। এ কর্মসূচিগুলো বেগবান করতেই শহীদ তারিক স্মৃতি পাঠাগারের কার্যক্রম শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্ততায় বলেন, শহীদ তারিক ছিলেন মেহেরপুরের গণমানুষের প্রতিনিধি। সমাজসেবা ছিলো যার প্রধান কাজ। সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। সামাজিক ও শিক্ষার উন্নয়নমূলক যে কাজ তিনি করতেন সেগুলো অব্যাহত রাখতে যে উদ্যোগ নেয়া হয়েছে তাতে আমি আনন্দিত। তার কাজকে এগিয়ে নিতে আমার সকল প্রকার সহযোগিতা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহীদ তারিকের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। -প্রেসবিজ্ঞপ্তি।