মেহেরপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ সেমিনারে প্রধান অতিথি ছিলেন।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দা.) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার ও জেলা মুক্তিযোদ্ধ কমান্ডার বশির আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জেনারেল সেক্রেটারি আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র, জেলা উন্নয়ন সমন্বয় পরিষদের সভাপতি রফিক-উল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।