মেহেরপুরে মতবিনিময়সভায় রুহুল আমিন গাজি

 

সাংবাদিকতার পরিবেশ না থাকলে মানুষ সঠিক তথ্য পাবে না

মেহেরপুর অফিস: বিএনপি নাগরিক তদন্ত কমিটির আহ্বায়ক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, আমরা নিরাপদ সাংবাদিকতা করতে চাই। কিন্তু পরিবেশ নেই। আর নিরাপদ সাংবাদিকতা না করতে পারলে মানুষ সঠিক তথ্য পাবে না। গতকাল শনিবার বেলা ৩টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি হলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে নির্যাতন, সহিংসতা, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর হামলার বিষয়ে বিভিন্ন জেলা তদন্তের অংশ হিসেবে রুহুল আমিন গাজীর নেতৃত্বে নাগরিক তদন্ত কমিটির সদস্যবৃন্দ গতকাল শনিবার সকাল থেকে মেহেরপুর জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন। বিরোধীদলীয় নেতা-কর্মীরা প্রশাসনের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানান রুহুল আমিন গাজী। নাগরিক তদন্ত কমিটির সদস্য সচিব কাদের গনি চৌধুরী ও সদস্য এবিএম ওয়ালিউর রহমান খান এ সময় বক্তব্য রাখেন।

বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা তদন্তে গত ২২ জানুয়ারি পেশাজীবীদের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য পৃথক চারটি তদন্ত কমিটি গঠন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তদন্ত কমিটিতে অন্যান্যের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সহসম্পাদক অ্যাড. রফিকুল হক তালুকদার রাজা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. সিরাজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এবিএম ওবায়েদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চৌধুরী, শাহীন হাসনাত, অ্যাড. পারভেজ হোসেন ও অ্যাড. আমজাদ হোসেন পলাশ।