মেহেরপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ

মেহেরপুর অফিস: গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী গ্রাম বিএনপি আয়োজিত একসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস অ্যাম্বাসেডর (শান্তির দূত) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মেহেরপুর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুকুর আলী, মোজাম্মেল হক, সিরাজুল ইসলাম, আবু তালেব, ইসমাইল হোসেন, যুব নেতা মনিরুল ইসলাম মনি, ছাত্রনেতা আনোয়ার হোসেন, নাহিদ, সেন্টু প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক প্রকাশিত ভিশন ২০৩০ বাংলাদেশের মুক্তির সনদ। গণতন্ত্র ফিরিয়ে আনা মানুষের জীবনযাত্রার মান উন্নত করাসহ আধুনিক বাংলাদেশ গড়ার একটি রুপকল্প হিসেবে ভিশন ২০৩০ পথ প্রদর্শকের কাজ করবে। তিনি আরও বলেন, বিনা ভোটে নির্বাচিত সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। খুন, গুম ও অপহরণের মাধ্যমে বাংলাদেশকে একটি আতঙ্কের জনপদে পরিণত করেছে। জনগণের ম্যানডেট না থাকায় বন্দুকের গুলিতে তারা রাষ্ট্র শাসন করছে। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্ত্রী। তিনি অবিলম্বে সহায়ক সরকার গঠন করে সকল দলের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। অনুষ্ঠানে আব্দুল লতিফসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী সদস্য ফরম পূরনের মাধ্যমে বিএনপির সদস্য হন।