মেহেরপুরে জেনারেল হাসপাতালের শূণ্যতা পূরণে ২য় দিনের মানববন্ধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেনারেল হাসপাতালে ২৫০ শয্যার অবকাঠামো নির্মাণ, শুন্য পদে চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহসহ, অ্যাম্বুলেন্সের দাবিতে মেহেরপুরে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতাল বাঁচাও নামের একটি সংগঠন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, হাসপাতাল বাঁচাও আন্দোলন ফোরামের আহ্বায়ক রাহিনুর জামান পলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন মিরু, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানবন্ধনে অংশ নেয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে বাড়িয়ে বছর খানেক আগে ২৫০ শয্যায় রুপান্তরিত করার অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু এখনো চিকিৎসক, ওষুধ ও ভবন নির্মাণ হয়নি। ১০০ শয্যার হাসপাতালের চিকিৎসক ও ওষুধ সঙ্কট রয়েছে।