মেহেরপুরে কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী : সফল কৃষি কর্মকর্তা ও কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

মেহেরপুর অফিস: মেহেরপুরে চার দিনব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়িতে গতকাল রোববার বিকেলে সমাপনী অনুষ্ঠানে সফল কৃষি কর্মকর্তা ও কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। স্টল ক্যাটাগরিতে প্রথম হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন মেহেরপুর, দ্বিতীয় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও তৃতীয় হয়েছে মেহেরপুর পপি নার্সারি। বিভিন্ন ফসলের জাত পরিচিতিতে উপসহকারী কৃষি কর্মকর্তা খোদাজ্জেল হোসেন, জৈবসার পরিচিতিতে উপসহকারী কৃষি কর্মকর্তা কুতুব উদ্দীন ও কৃষকের আদর্শ বাড়ি তৈরিতে উপসহকারী কৃষি কর্মকর্তা ইমান আলী পুরস্কার পেয়েছেন। কৃষি মেলার মনোগ্রাম তৈরিতে বিশেষ পুরস্কার পেয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম ও চায়না পারভীন। এছাড়াও মেলায় কৃষিজাত পণ্য প্রদর্শনীর ৩৬টি ক্যাটাগরিতে ১২০ জন কৃষক পুরস্কার পেয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেখ ইখতেখার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক গোলাম মারুফ। বিশেষ অতিথি ছিলেন উদ্ভিদ সংরক্ষণবীদ ড. আক্তারুজ্জামান, উদ্যানতত্ত্ববিদ জাহিদুল আমিন ও মেহেরপুর বিএডিসি বীজ প্রকিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক রেজাউল হুদা।