মেহেরপুরে অ্যাক্রোবেটিক প্রদর্শিত

মেহেরপুর অফিস: শারীরিক কসরত একটি নিপুন বিষয়। শরীরকে ইচ্ছেমত যে ভাজ করা যায় তা অ্যাক্রোবেটিক শিল্পের উৎপত্তি না হলে মানুষ বুঝতে পারত না। নানা বাদ্যযন্ত্রের মোহনীয় বাজনা আর শিল্পীদের নানা কসকত প্রদর্শনকে প্রশংসা করেছে উপস্থিত হাজার হাজার দর্শক। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপানায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং নাট্যকলা সহযোগিতায় মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহানগর উদ্যানে প্রদর্শিত হয় অ্যাক্রোবেটিক শো।
এর আগে প্রায় ২ ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত অ্যাক্রোবেটিক শোর উদ্বোধন করেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ ও মোমিনুল ইসলাম, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন ও সহকারী অধ্যাপক সাইদুর রহমান, জেলা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. গোলাম রসুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান মফিজ, যুগ্মসম্পাদক আব্দুল ওয়াদুদ ও অ্যাড. আল মামুন রাসেন, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম মহিদ, সদস্য নিশান সাবের ও মানিক হোসেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানবীর রহমান প্রমুখ।