মেহেরপুরের ৪টি স্থানে জামায়াত-শিবিরের সড়ক অবরোধ

মেহেরপুর অফিস:  ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে মেহেরপুরের ৪টি স্থানে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন জামায়াত-শিবির নেতাকর্মীরা। হরতালের শুরুতেই ভোর সাড়ে ছয়টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর থেকে দিনদত্ত ব্রীজ, মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর ও গৌরিনগর মোড় এবং মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাটার মোড়ে অবরোধ করা হয়। এসময় টায়ারে আগুন জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। হরতালের সমর্থনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। অবরোধকালে কায়েম কাটার মোড়ে ১৯টি চকলেট বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। অবরোধের স্থানগুলো থেকে বেশ দুরত্ব বজায় রেখে অবস্থান নেয় পুলিশ। চারদিকে পুূিলশের বাধার মুখে সড়ক অবরোধ সফল করেই নেতাকর্মীরা ফিরে যায়। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সহকারী সেক্রেটারী তারিক মহাম্মদ সাইফুল ইসলাম, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম ও আমঝুপি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল জাব্বার সহ নেতৃবৃন্দ এ কর্মসুচীর নেতৃত্ব দেন। রাজনগর থেকে দীনদত্ত বীজ্র পর্যন্ত অবরোধ চলাকালে জামায়াতে ইসলামীর শত শত নারী সমর্থক সড়কে লাঠি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একই স্থানে সড়কের উপরে শুয়ে পড়ে অবরোধ করেন নেতাকর্মীরা। হরতালে আন্তজেলা ও দুরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ছোট ছোট যানবাহন চলাচল করছে। জেলা শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। জেলার গুরুত্বপুর্ণ স্থান সমূহে পুলিশ ও র‌্যাবের টহল রয়েছে।