মেহেরপুরের সাদ্দাম দেশসেরা ১৫ উদ্ভাবকের একজন

মেহেরপুর অফিস: সাদ্দাম হোসেন নাগরিক নিরাপত্তা সফটওয়ার ‘সেলফ প্রটেক্ট’ অ্যাপ উদ্ভাবন করায় সরকারিভাবে দেশসেরা ১৫ জন উদ্ভাবকের একজন নির্বাচিত হয়েছেন। চলতি বছরে প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) প্রকল্প সারাদেশ থেকে প্রথমবার দেশসেরা উদ্ভাবক অন্বেষণের জন্য ‘উদ্ভাবকের খোঁজে-২০১৭’ নামক প্রোগ্রাম পরিচালনা করে। এ প্রকল্পে সারাদেশ থেকে ১৫শ উদ্ভাবক তাদের উদ্ভাবিত উদ্ভাবন নিয়ে সরকারের কাছে আবেদন করেন। এর মধ্য থেকে বিভাগীয় পর্যায়, জাতীয় পর্যায় এবং চূড়ান্ত পর্যায়ে দেশসেরা ১৫ জন উদ্ভাবক নির্বাচিত করেন। সাদ্দাম হোসেন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জামাত আলীর সন্তান। লেখাপড়া করেছেন ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে। তিনি বর্তমানে সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান ‘অবনিল’এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রিয়েটিভ হেডের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ওই নিরাপত্তা সফটওয়ার উদ্ভাবন করায় ২০১৭ সালে মেহেরপুর জেলা ও খুলনা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলাতে শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক এর সম্মাননা লাভ করেছেন।