মেহেরপুরের পিরোজপুরে জামায়াতকর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

 

দু দলের হামলা পাল্টা হামলা : ভাঙচুর

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের পিরোজপুরে আওয়ামী লীগ কর্মীরা বাবুল হোসেন (২৫) নামের এক জামায়াত কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর বাজারে এ ঘটনা ঘটে। এর জের ধরে জামায়াত-শিবির ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়ি ও প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি হামলা চালিয়েছেন।

জামায়াত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে রাজনগরমোড়ে অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আলগামন যোগে বাড়ি ফিরছিলেন পিরোজপুর গ্রামের বাবুল হোসেন। ঘটনাস্থলে পৌঁছুলে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তার ওপর হামলা চালায়। লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। পরে পিরোজপুর পুলিশ ক্যাম্প সদস্যদের হাতে তাকে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। তারা সংঘবদ্ধ হয়ে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সেলিম পরিচালিত বর্ণমালা প্রি-ক্যাডেটে হামলা চালায়। বিদ্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে বেলা পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে একই গ্রামের শিবিরের সাথী আবুল হোসেনের বাড়ি ও জামায়াত কর্মী মুনছুর আলীর সার কীটনাশকের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও টান টান উত্তেজনা বিরাজ করছে।

এদিকে আহত বাবুলের চিকিৎসা দিয়ে সদর থানায় আনা হয় বলে সদর থানা সূত্রে জানা গেছে। পরে অবশ্য গতরাত এগারটার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী পিরোজপুর গ্রামে বিক্ষোভ মিছিল করেছেন।  জেলা জামায়াতের সেক্রেটারি ফারুকে হোসেনের নেতৃত্বে পশ্চিম পাড়া থেকে বিক্ষোভটি শুরু হয়ে মধ্যপাড়ায় গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মহাম্মদ সাইফুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম, আমঝুপি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর জব্বার, পিরোজপুর গ্রামের ইউপি সদস্য হাবিল উদ্দীন, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামসহ জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *