মেহেরপুরের গাংনীতে যুবলীগের বর্ধিত সভায় বক্তারা

গাংনী প্রতিনিধি: ধর্মের নামে আন্দোলন করতে গিয়ে হেফাজতে ইসলাম পবিত্র ধর্মগ্রন্থে আগুন দিয়েছে। তাদের হাত থেকে পবিত্র ঘর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম রেহায় পাইনি। তাদের কর্মকাণ্ডের সাথে যোগ দিয়েছে জামায়াত-বিএনপি। এবার তারা আন্দোলনের হুমকি দিচ্ছে। তবে আন্দোলন কাকে বলে যুবলীগ তা জানে। তাদের সকল আন্দোলন মোকাবেলায় যুবলীগ নেতাকর্মীদের এখনই রাজপথে নামতে হবে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলা যুবলীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ফজলুল হক আতিক উপরোক্ত কথাগুলো বলেন। গাংনী উপজেলা যুবলীগ কার্যালয় চত্বরে আয়োজিত বর্ধিতসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন। উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন- জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, সহসভাপতি নিশান সাবের, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, পৌর যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শনিবার দুপুরে মুজিবনগর উপজেলা যুবলীগের উদ্যোগে মুজিবনগর উপজেলার গণপূর্ত ভবন রেস্টহাউজে উপজেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১’র সফল বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা, বিশ্বের অর্থনৈতিক মন্দার মাঝেও জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও বিদ্যুতের সফলতাসহ নানা বিষয় গণমানুষের কাছে পৌঁছে দেয়া এবং উপজেলা যুবলীগের ঐক্যকে মজবুত করার লক্ষ্যে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নিশান সাবের, মুজিবনগর উপজেলা যুবলীগের সম্পাদক বিএম নাসির উদ্দিন, মুজিবনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, মোনাখালী ইউপি সভাপতি আরোজ আলী, সম্পাদক আরফিন, মহাজনপুর সভাপতি আরিফ, যুবলীগ নেতা রাজিব, লাল্টু, মনি, মিসকিনসহ যুবলীগ নেতাকর্মীরা বর্ধিতসভায় উপস্থিত ছিলেন। বর্ধিতসভা শুরুর আগে নেতৃবৃন্দ মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন।