মেহেরপুরের আশরাফ মাহমুদ বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমির প্রধান প্রশিক্ষক

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের কৃতীসন্তান বিশিষ্ট বেতার ও টেলিভিশন শিল্পী এবং সঙ্গীত পরিচালক, সুরকার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উচ্চতর প্রশিক্ষক আশরাফ মাহমুদ বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমির সাত দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করবেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সঙ্গীত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও বাগেরহাট প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জাহাঙ্গীর আলম। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা। এছাড়াও ভারতীয় দূতাবাসের আয়োজনে এবং ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারের তত্ত্বাবধানে আগামী ১৩ জুন শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপি তিনি একক সঙ্গীত পরিশেন করবেন।