মেহেরপুরের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর গাংনী উপজেলার করমদি গ্রামের প্রসুতি আজিমন খাতুন (২৬) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। গাংনী রাজা ক্লিনিকে প্রথমে ভর্তির পর অবহেলার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। তবে ক্লিনিক কর্তৃপক্ষ বলছেন, অবহেলা নয় উন্নত চিকিৎসার জন্য প্রসূতিকে রেফার করা হয়েছিলো। সে করমদি গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

প্রসূতির অভিযোগ, আজিমনের ডেলিভারির জন্য গতকাল বিকেলে গাংনী রাজা ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার চিকিৎসা দিতে বিলম্ব করেন। পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাতে নেয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসার শুরুতেই সে মারা যায়। ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনেছেন তারা।

এদিকে রাজ ক্লিনিক কর্তৃপক্ষ বলছেন, বিকেলে ভর্তির পর চিকিৎসক তাকে দেখে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করেন। অবহেলার কোনো সুযোগ কীভাবে থাকে। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *