মুসলিম সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশি লিজার চমক

 

মাথাভাঙ্গা মনিটর: মুসলিম নারীদের অংশগ্রহণে ব্যতিক্রমী সুন্দরী প্রতিযোগিতায় চমক দেখাচ্ছেন বাংলাদেশি নারী নাজনিন সুলতানা লিজা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী। লিজা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুরের বাসিন্দা। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার নাম ওয়াল্ড মুসলিমা। জানা গেছে, বিশ্বের মুসলিম দেশগুলোর ১০০ সুন্দরী মেয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সর্বশেষ ২০ জনের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন হবে। গতকাল বুধবার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। লিজার মা জমিলা আক্তার জানান, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে লিজা গত ৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হন। প্রাথমিকভাবে ১০০ জন প্রতিযোগীর মধ্যে অংশ নিয়ে সে এখন সেরা ২০ জনের মধ্যে অবস্থান করছেন। এবারের ওয়ার্ল্ড মুসলিমা পুরস্কার হিসেবে পাবেন দু কোটি ৫০ লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া অর্থাৎ দু হাজার ২০০ ডলার। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সৌদি আরবে হজ করা এবং তুরস্ক ও ভারতে আনন্দভ্রমণের সুযোগ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *