মুজিবনগর যুবদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতনাতা বৃদ্ধিমূলক কর্মশালা

 

মুজিবনগর প্রতিনিধি: ‘জেগেছে যুব, জেগেছে দেশ লক্ষ্য ২০৪১-এ বাংলাদেশ’ এই স্লোগানে অটিজম ও স্নায়ু বিকাশ জনিত সমস্যাভুক্ত যুবদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতনাতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১১টায় মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের আয়াজনে উপজেলা হল রুমে কর্মশালায় উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদফতর মাসুদুল হাসান মালিক, মেডিকেল অফিসার আশরাফুল আলম। বক্তব্য রাখেন সহকারী উপ-পরিচালক ফিরোজ আহাম্মেদ ও সিও তারিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে মারফি লফিজ নিউওয়ার্ক, ইউএসএ‘র সহযোগিতায় ও মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের আয়াজনে ৫০জন অসহায় দুস্ত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। মেহেরপুর জেলা উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদফতর মাসুদুল হাসান মালিক, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডু ও সিও নকিমউদ্দীন প্রমুখ।