মুজিবনগর মোনাখালীতে চাচার ধারালো অস্ত্রাঘাতে ভাতিজা জখম : ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে পূর্বশক্রতার জের ধরে চাচার ধারালো অস্ত্রাঘাতে ভাতিজা আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল রোববার ভাতিজা বাদি হয়ে চাচাসহ ৪ জনকে আসামি করে মুজিবনগর থানায় মামলা করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গেলো ১৫ জুন সকালে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আজিজুল মোল্লার মেয়ে তানজিমা খাতুনকে (২৪) তার চাচা মনিরুল ইসলামসহ কয়েক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বাড়িতে আক্রম করে। এ সময় চাচা মনিরুলের ধারালো অস্ত্রাঘাতে ভাতিজা তানজিমা খাতুনের ডান হাতের কড়ি আঙ্গুল কেটে মাটিতে পড়ে যায়। এছাড়া চাচার নির্দেশে অন্যান্য লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ও তার গলায় থাকা আট আনা ওজনের একটি সোনার হার ছিনিয়ে নেয়। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তানজিমা বাদি হয়ে দুই চাচা মনিরুল ইসলাম ও আফিরুল ইসলাম, তাদের পিতা আরোজ মোল্লা, আফিরুলের স্ত্রী শাহানাজ বেগমকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, গতকালই মামলাটি নেয়া হয়েছে তাদেরকে আটকের জন্য অভিযান চালানো হবে।