মুজিবনগর বল্লভপুর ডিনারীর দু দিনব্যাপি কীর্তন উৎসবের উদ্বোধন

 

মুজিবনগর প্রতিনিধি: হে ইশ্বরের সন্তানগণ, সদা প্রভুর কীর্তন কর; সদা প্রভুরই গৌরব ও পরাক্রম কীর্তন কর; এ মূল সুরে গতকাল শুক্রবার বিকেলে বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বল্লভপুর ইম্মানুয়েল চার্চের আয়োজনে ও চার্চ অব বাংলাদেশ কুষ্টিয়া ডায়োসিসের সহযোগিতায় দু দিনব্যাপি কীর্তন উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী করেন কুষ্টিয়া ডায়োসিসের বিশক রাইট রেভা. শ্যামুয়েল সুনীল মানখিন। বিশেষ অতিথি ছিলেন বল্লভপুর ডিনারীর ডিন রেভা. বিলিয়ম সর্দার, রাজশাহী ডিন রেভা. শিমসন মজুমদার। বক্তব্য রাখেন ডিনারি সম্পাদক সঙ্কর বিশ্বাস, বল্লভপুর চার্চ সম্পাদক বাবাল মল্লিক, রেভা. বিকাশ সরেন, রেভা. ডেভিট মৃধা, রেভা. মার্ক রবিন মণ্ডল, রেভা. অনিল মুরমু, রেভা. মিখায়ের প্রমুখ। দু দিনের অনুষ্ঠানে কুষ্টিয়া অঞ্চলের দশটি কীর্তন দল গান পরিবেশন করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিঠু বিশ্বাস।