মুজিবনগরে মৃত্তিকা নমুনা সংগ্রহে কৃষক প্রশিক্ষণ

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর কৃষকদের নিয়ে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) জেলা কার্যালয় কুষ্টিয়ার আওতায় মুজিবনগর কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়াজনে মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি শীর্ষক দিনব্যাপী প্রশক্ষিণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা সম্পদ কুষ্টিয়া শফিকুল মওলা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহা. মোফাকখারুল ইসলাম। প্রধান অতিথি প্রশিক্ষণে বলেন, এ প্রশিক্ষণ পাওয়ার ফলে কৃষকরা তাদের ফসলের জমির মাটি পরীক্ষার মাধ্যমে সঠিক ও সুষম পরিমাণ সার ব্যবহার করতে পারবেন, এতে ফসলের জমিতে কম সার ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করা সম্ভব হবে। দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণে ৫০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।