মুজিবনগরে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ

মুজিবনগর প্রতিনিধি: কৃষিতে আধুনিক যন্ত্রপাতি কম্বাইন, হার্ভেষ্টার, রিপার, সিডার, রাইচ ট্রান্সপ্লান্টার ইত্যাদি আধুনিক কৃষি যন্ত্রপাতির সফল ব্যবহারে কৃষকদের অভ্যস্থ করাই, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২য় প্রর্যায়ের আওতায় দিনব্যাপী প্রশক্ষিণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ স্বপন কুমার খাঁ ও প্রকল্পের কৃষি প্রকৌশলী আব্দুর রাজ্জাক। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মুহ. মোফাকখারুল ইসলাম। তিনি জানান, কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার এখন সময়ের দাবি। কৃষির অগ্রগতি মানেই দেশের অগ্রগতি। সরকার ঘোষিত ভিশন ২০২১ ও টার্গেট ২০৪১ অর্জনে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারের কোনো বিকল্প নাই। ওই কৃষক প্রশিক্ষণে ৩০ কৃষক এবং ৩০ জন কৃষাণী অংশ নেয়।