মিয়ানমার সীমান্তে প্রচণ্ড গোলাগুলির শব্দ

 

স্টাফ রিপোর্টার: বান্দরবানপার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী মায়ানমারেরসীমান্তবর্তী দূর্গম দৌছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি আমতলী এলাকায় ৫০ থেকে ৫৯নংসীমান্ত পিলার এলাকা থেকে হাজার রাউন্ড গুলি বর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে।১১জুলাই থেকে ১২ জুলাই বিকেল পর্যন্ত গুলি বর্ষণের এ শব্দ পাওয়া যায় বলেজানান দৌছড়ি সদরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা শাহাব উদ্দিন (২৮)। এ ঘটনায়সীমান্তে বসবাসকারী লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।তবে সীমান্তের জিরো লাইনের ভেতরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ।লেম্বুছড়িরস্থানীয়রা জানিয়েছেন, গত ১১ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে ৫৯ ও ৫০ নম্বরপিলার এলাকায় প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয়। থেমে থেমে গুলির আওয়াজ শোনা যায়।এঘটনার পর লেম্বুছড়ি ও পানছড়িসহ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে। তবেকী কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট করে কেউ বলতে পারছেন না।