মিয়ানমারে সাম্প্রদায়িক সংঘর্ষ থামাতে পুলিশের গুলি

 

মাথাভাঙ্গা মনিটর:মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়েররাস্তায় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সংঘর্ষ থামাতে উত্তেজিত জনতাকে লক্ষ্য করেগুলিবর্ষণ করেছে পুলিশ।গতকাল বুধবারের ওই সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন বলেজানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।২০১২ সালের জুলাই থেকেই মিয়ানমারে এদুটি সম্প্রদায় সহিংতায় জড়িয়ে পড়েছে। ওই সময় থেকে দু সম্প্রদায়ের দাঙ্গায় ২০০জনেরও বেশি নিহত ও অন্ততপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে।দাঙ্গারশিকার অধিকাংশ মানুষই মুসলিম সম্প্রদায়ের।মুসলিম অধ্যুষিত এলাকার একবাসিন্দা জানিয়েছেন, এক মুসলিম চা দোকানি বৌদ্ধ এক নারীকে ধর্ষণ করেছে, এমন গুজবছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে বৌদ্ধ সম্প্রদায়ের একদল উত্তেজিত লোক মুসলিম এলাকাটিরকাছে জড়ো হয়।পুলিশ এসে দু পক্ষের মধ্যে অবস্থান নিয়ে বৌদ্ধদের সরিয়ে দিতেচেষ্টা করে।বৌদ্ধরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলে তাদের সাথেপুলিশের সংঘর্ষ শুরু হয় বলে জানাননাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা।পরিস্থিতিনিয়ন্ত্রণে আনার আগে বৌদ্ধরা দোকানপাট ভাংচুর করে ও গাড়িতে আগুন দেয় বলে জানিয়েছেনতিনি।