মিশরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৯

মাথাভাঙ্গা মনিটর: মিশরের সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে অন্তত ১৯ বন্দুকধারী নিহত হয়েছেন। গত রোববার উত্তর সিনাইয়ের শেখ জুবেইদ শহরে এ অভিযান চালানো হয় বলে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে। গত রোববাররাতে বার্তা সংস্থা সিনহুয়াকে ওই সূত্র বলেন, শেখ জুবেইদের দক্ষিণে একটিগাড়ির আরোহী ৪ বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর সাথে গুলিবিনিময়ের সময় নিহতহন। এছাড়া শহরের আলাদা আলাদা জায়গায় আরো ১৫ জঙ্গি নিহত হয়েছেন।মিশরীয় সেনাবাহিনীর উদ্যেগে সেনা ও পুলিশের সম্মিলিত বাহিনী জঙ্গি গোষ্ঠিগুলোর বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে।গতবছর মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুতকরার পর থেকে সিনাই উপদ্বীপে জঙ্গি তৎপরতা বেড়ে যায়। এরপর চলতি বছর মুসলিমব্রাদারহুডকে নিষিদ্ধ করার পর থেকে রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন এলাকায়একের পর এক হামলা চালানো শুরু করে জঙ্গিরা।এসব হামলার মধ্যেঅধিকাংশ হামলার দায়িত্ব সিনাই ভিত্তিক আনসার বায়াত আল মাকদিস গোষ্ঠিস্বীকার করেছে। আল কায়েদায় অনুপ্রাণিত মাকদিসকে সন্ত্রাসী সংগঠন হিসেবেতালিকাভুক্ত করেছে মিশর ও যুক্তরাষ্ট্র।