মিরপুরে বিশ্ব শান্তিকল্পে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞের উদ্বোধন

আমলা প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব শান্তিকল্পে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উপজেলার পালপাড়া সার্বজনীন মাতৃমন্দিরে এ মহানামযজ্ঞের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্দির কমিটির প্রধান উপদেষ্টা শ্রী নারায়ণ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রাণী সাহা, কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোপেশ চন্দ্র সরকার, খাদ্য মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট চিফ সুমন অধিকারী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক সুকেশ রঞ্জন পাল, মিরপুর অগ্রণী ব্যাংকের ম্যানেজার শক্তিসঞ্চয় পাল, মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়শ্রী পাল, আফতাব গ্রুপের রিজিওনাল ম্যানেজার সুবীর কুমার পোদ্দার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তিকল্পে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞ শুরু হয়।