মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের মৃত্যুর খবরে গাড়াবাড়িয়ার মতিয়ার অসুস্থ হয়ে হাসপাতালে

 

স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় প্রবাসী ভাই আতিয়ার রহমান মারা গেছেন খবরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দেশে থাকা ভাই মতিয়ার রহমান। তাকে গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য আতিয়ার সত্যিই মারা গেছেন নাকি তার মৃত্যু খবর দিয়ে লাশ দেশে পাঠানোর জন্য দাবিকৃত খরচের টাকা হাতানোর জন্য কেউ চক্রান্ত করেছে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দানা বেধেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের গাড়াবাড়িয়া বাগানপাড়ার নিমছার আলীর ছেলে আতিয়ার রহমান ১৪ মাস আগে ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানেই ছিলেন। কাজ করে বাড়ি টাকাও পাঠাচ্ছিলেন। খানেকটা হঠাত করেই গতকাল মালয়েশিয়া থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মোবাইলফোনে আতিয়ারের ছোট ভাই মতিয়ার রহমানের নিকট জানান, আতিয়ার রহমান মারা গেছেন। লাশ দেশে নিতে হলে টাকা লাগবে। প্রথমে ৫০ হাজার ও পরে ৮০ হাজার টাকা দাবি করা হয়। অপরদিকে আতিয়ার রহমানের ফোন নম্বরটিতে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। এ অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মতিয়ার। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।