মালয়েশিয়ায় নৌকা ডুবে দুজনের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার দক্ষিণ উপকূলে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকাডুবে অন্ততপক্ষে দুজন মারা গেছেন। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে মালয়েশিয়ার সর্বদক্ষিণের তানজুঙ পিয়াই অন্তরীপের কাছের উপকূলে নৌকাটি ডুবে যায়।ডুবে যাওয়ারসময় নৌকাটিতে ৮০ জন অবৈধ অভিবাসী ছিলো বলে জানিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে৬১ জনকে উদ্ধার করা হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন,অভিবাসীবাহী নৌকাটির সাথে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি’র (এমএমইএ) একটি জাহাজের সাথে ধাক্কা লেগেছিলো।ঘটনার সময় এমএমইএ অবৈধঅভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলো।ডুবে যাওয়া নৌকাটি অবৈধঅভিবাসীদের নিয়ে ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছিলো বলে জানিয়েছেন এমএমইএ’রকর্মকর্তারা।নিখোঁজ যাত্রীদের খোঁজে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছেএমএমইএ।