মানবিক আবেদন : একটি মেধাবী মুখ বাঁচাতে সবাই এগিয়ে আসু

স্টাফ রিপোর্টার: মেধাবী ছাত্রী লাকীর দুটি কিডনিই বিকল হওয়ার পথে। চুয়াডাঙ্গা আল হেলাল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী লাকী এবার এসএসসি পরীক্ষা দেবে। তবে এই মুহূর্তে সবার সাহায্য-সহযোগিতা ছাড়া তাকে বাঁচানো যাবে না বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তার শরীরে নতুন কিডনি সংযোজন করলেই সে সবার মাঝে ফিরে আসবে। এ জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা। তার পিতার পক্ষে এ ব্যয়ভার বহন সম্ভব হয়ে উঠছে না। কারণ ইতোমধ্যেই দু লক্ষাধিক টাকা তিনি মেয়ের চিকিৎসার জন্য ব্যয় করে ফেলেছেন।

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক কমিশনার এসএম শাহাব উদ্দীন বাবু ও শাফিয়া বেগমের ছোট মেয়ে বিজয়া পারভীন লাকী কিডনিজনিত সমস্যায় ভুগলে তাকে চুয়াডাঙ্গা হাসপাতাল থেকে রেফারপূর্বক ঢাকা শেরে বাংলানগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিনেস অ্যান্ড ইউলোজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুটি কিডনিই প্রায় অচল হয়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। শিগগিরই তার দেহে কিডনি সংযোজন প্রয়োজন। এ জন্য তার মা শাফিয়া বেগম সকলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. চুয়াডাঙ্গা শাখা। সঞ্চয়ী হিসাব নম্বর ১২৬৫০।