মহেশপুরে আইপিএম প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা বিশমুক্ত খাদ্য উৎপাদন করছে

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার আইপিএম ক্লাবের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে বিশমুক্ত খাদ্য উৎপাদন করা হচ্ছে। গত বুধবার অনন্তপুর গ্রামে ২৫ জন প্রশিক্ষণ প্রাপ্ত কৃষাণ-কৃষাণীকে সনদপত্র দেয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহার সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দত্তনগর পাথিলা ফার্মের উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদার, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল হামিদ, উপ-সহাকরী কৃষি অফিসার ইয়াসিন আলী, অনন্তপুর আইপিএম ক্লাবের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জুলফিকার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাচন অফিসার আব্দুস সেলিম, সোনালী ব্যাংক মহেশপুর শাখার ম্যানেজার হুমায়ুন কবির ও আ.লীগ নেতা মীর সুলতানুজ্জামান লিটন। অনুষ্ঠানে ২৫ জন কৃষাণ-কৃষাণীকে ১৪ সপ্তাহের সমন্বিত বালাই দমন ব্যবস্থপনা (আইপিএম) ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়। সমাপনী দিনে এলাকার আরো ২শ কৃষাণ-কৃষাণীকে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে দিনব্যাপী ওরিয়েন্টশন দেয়া হয়। কৃষি অফিসার আবু তালহা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বিশমুক্ত খাদ্য উৎপাদন সম্ভব হবে এবং সাধারণ মানুষ নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারবে।