মহেশপুরের ভালাইপুরে ডাকাতি মামলায় দুজন গ্রেফতার

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে ডাকাতির ঘটনায় দুজনকে করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোরে উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে মৃত বুড়ো মোল্লার ছেলে জাফর মোল্লা ও কৃঞ্চচন্দ্রপুর গ্রামের সমসের আলীর ছেলে সোহেলকে মহেশপুর থানা পুলিশ আটক করে। তাদেরকে কোর্টে চালান করে রিমান্ড আবেদন করা হয়েছে।

এলাকাবাসী ও থানাসূত্রে প্রকাশ, গত ২৪ এপ্রিল মধ্য রাতে একদল দুষ্কৃতিরা ভালাইপুর শেখ পাড়ার একরামুল করিম জুয়েল ও মিজানুর রহমান পলাশের বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা, ২টি মোবাইলফোন, সোনার গয়নাসহ ২ বাড়িতে থেকে প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপরে মহেশপুর থানায় একরামুল বাদী হয়ে একটি মামলা করেন। মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, তারা এ বিষয়ে অভিযান অব্যাহত রেখেছেন উপজেলার বিভিন্ন গ্রামের গ্রামবাসীরা স্ব-উদ্যোগে পাহারা দিচ্ছে। এদিকে গত রোববার রাতে ইউএনও অফিসের অফিস সহকারী সিদ্দিক হোসেনের বাড়িতে দুষ্কৃতকারীরা ঢুকে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। সিদ্দিক হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করলেও থানায় কোনো অভিযোগ করেননি।