মহিলা জামায়াতের মিছিল দেখে আপত্তি তুলতেই আসমানখালীতে বাগবিতণ্ডা : মারপিটে আহত ১

স্টাফ রিপোর্টার: যে রাজনৈতিক দল মুখে ইসলাম ধর্মের কথা বলে অথচ মহিলাদের মিছিলে নামায়। সে দলের আদর্শ কি স্ববিরোধী নয়? এ কথার প্রতিবাদ করে পিটুনির শিকার হয়েছে আলমডাঙ্গার পল্লি মোচাইনগরের রকি। সে আমির হোসেনের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গতকাল গাংনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর মহিলা সদস্যারা মিছিল বের করে। দুপুরে মিছিলটি আসমানখালী বাজার পরিদর্শন করে। মিছিল দেখে গাংনী আসমানখালীর দোকানি একরামুল হক ইকরা কটুক্তি করে। প্রতিবাদ করে মোচাইনগরের রকি। রকি বিএনপি সমর্থক। ইকরা আওয়ামী লীগ সমর্থক। দু সমর্থকের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে রকিকে মারধর করা হয়। রকিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রকি ঘটনার বর্ণনা দিতে গিয়ে এসব তথ্য জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *